smc
logo
  • ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১৩ কার্তিক ১৪২৭

জামাল খাসোগির হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন ছেলেরা

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ২২ মে ২০২০, ১১:৫১ | আপডেট : ২২ মে ২০২০, ১৩:০০
Jamal Khasogi
জামাল খাসোগি
সৌদি নাগরিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগির হত্যাকারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা  দিয়েছেন তার ছেলেরা।

আজ শুক্রবার (২২ মে) এক টুইট বার্তায় খাসোগির ছেলেদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আরব নিউজ জানায়, টুইট বার্তায় বলা হয়, আমরা শহিদ জামাল খাসোগির ছেলেরা ঘোষণা করছি যে, যারা আমাদের বাবাকে হত্যা করেছেন আমরা তাদের ক্ষমা করে দিলাম।

সাংবাদিক জামাল খাসোগি সৌদির রাজপরিবারের সমালোচক হিসেবে বেশ পরিচিত ছিলেন। ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

সেদিন জামাল খাসোগি ওই কনস্যুলেটের ভেতর প্রবেশের পর নিখোঁজ হন। তাকে সেখানে হত্যার পর রাসায়নিক দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে বলে বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে।

তবে বরাবরই তা অস্বীকার করে আসছে সৌদি।

এদিকে সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সাংবাদিক হত্যায় অভিযুক্ত পাঁচ জনের ফাঁসির দেয়। সেই সাথে এই হত্যার সাথে দেশটির সরকার প্রধানের কোনও ধরণের সম্পৃক্ততা নেই বলেও জানায়।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০১৫৮৬ ৩১৮১২৩ ৫৮৩৮
বিশ্ব ৪,৩৮,৪৪,৫১০ ৩,২২,১৩,৭৫১ ১১,৬৫,৪৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়