• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রচণ্ড গরমে করোনা ভুলে দলে দলে সমুদ্রসৈকতে ব্রিটিশরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৮:০৪
Brits flock to beaches as coronavirus lockdown eases
দ্য সান থেকে নেয়া

লকডাউন কিছুটা শিথিল করেছে ব্রিটিশ সরকার। এরই মধ্যে বুধবার ব্রিটেনে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। চলতি বছর এটাই এখন পর্যন্ত সবচেয়ে গরম দিন। তাই গরমে আর ঘরে বসে থাকতে পারেননি ব্রিটিশ। দলে দলে পাড়ি জমিয়েছেন সমুদ্রসৈকতে।

করোনাভাইরাসের কারণে বলবৎ থাকা লকডাউন গত ১৩ মে শিথিল করে ব্রিটিশ সরকার। এর ফলে ঘরের বাইরে যাওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে যেকোনো খেলাধূলা করা, রৌদ্রস্নানসহ বিভিন্ন ক্ষেত্রে কিছুটা শৈথিল্য দেয়া হয়।

কিন্তু লকডাউন শিথিলের সুযোগ নিয়ে গরমে স্বস্তি পেতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন ব্রিটিশরা। অথচ ইউরোপে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যেই। আর এতেই ভীষণ চটেছে স্থানীয়রা। কিছু জায়গায় চাপ এত ছিল যে, ট্র্যাফিক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

ডেভন অ্যান্ড কর্নওয়েল পুলিশ জানিয়েছে, অনেক বেশি ট্র্যাফিক ছিল। সমুদ্রসৈকত থেকে প্রায় মাইল রাস্তায় ডাবল ইয়েলো লাইন পর্যন্ত মানুষজন গাড়ি পার্ক করেছে। কারণ এতবেশি মানুষ এসেছিল যে, বেশ কয়েকটি কার পার্ক বন্ধ করে দেয়া হয়। এমনকি অনেক ট্র্যাফিক ওয়ার্ডেনের কাছে জরিমানার টিকিটও শেষ হয়ে যায় বলে জানা গেছে।