• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আম্পানের ক্ষতি মোকাবেলায় কেন্দ্রের সহায়তা চান মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ০৯:২৬
CycloneAmphan
আম্পানের আঘাতে কলকাতা শহরের নানা প্রান্তে গাছ ও বিলবোর্ড উপরে পড়েছে

করোনাভাইরাস থেকেও ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব ভয়ানক উল্লেখ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

বুধবার দিনভর ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ঝড় চলাকালীন পুরোটা সময় নিজ কার্যালয় নবান্নে বসে সব মনিটরিং করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব করোনাভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক। ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লাখ কোটি রুপি।

মানবতার খাতিরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা।

তিনি বলেন, রাজনৈতিক দৃষ্টিতে এই ঝড়কে না দেখে মানবিকতার দিক দিয়ে দেখুন। এখন রাজনীতি দূরে থাক। বাংলাকে ধ্বংস থেকে উন্নয়নের পথে ফের দাঁড় করাতে হবে। সবার সহযোগিতা চাইছি।

চব্বিশ পরগনার দুই জেলা, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় আম্পানের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে।

মমতা বলেন, বাড়িঘর ভেঙে গেছে। হাজার হাজার গাছ উপড়ে পড়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজ্যের সবকিছু পুনর্নির্মাণ করতে হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের বসিরহাটে সম্প্রীতির অনন্য নজির
জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
প্রথম পর্বে পশ্চিমবঙ্গে সন্ত্রাস, কারচুপি আর ‘কারসাজি'র ভোট
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
X
Fresh