• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে চিকিৎসা কর্মীদের গার্ড অব ডিজঅনার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ১৯:২২
Belgium Workers protest during PM's hospital visit
সংগৃহীত

বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস শনিবার রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালে যাওয়ার সময় বিক্ষোভের অংশ পিঠ প্রদর্শন করেন কয়েকশ চিকিৎসা কর্মী। খবর আনাদোলু এজেন্সির।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর এই প্রথম কোনও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী।

তবে সেন্ট পিটার হাসপাতালে পৌঁছালে সেটির কর্মীরা প্রধানমন্ত্রী ‘গার্ড অব ডিজঅনার’ দেন। তারা প্রবেশপথে প্রধানমন্ত্রীরর গাড়ির দিকে পিঠ প্রদর্শন করে পাশাপাশি দাঁড়িয়ে থাকেন।

করোনাভাইরাস মহামারি নিয়ে সরকারের ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের বিষয়ে সম্প্রতি পাস হওয়া একটি আইনের প্রতি অসম্মতি প্রকাশে তারা এমন অবন্ধুত্বপূর্ণ স্বাগত জানান।

ডাক্তার এবং নার্সদের পাশাপাশি প্রশাসনিক, পরিষ্কার এবং লজিস্টিকাল কাজের সঙ্গে যুক্ত কর্মীরাও এই বিক্ষোভে অংশ নেয়।

এই মহামারি শুরু হওয়ার পর থেকেই বেলজিয়ামে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য সেন্ট পিটার হাসপাতালে রেফার করা হতো।

তবে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দীর্ঘ সময় ধরে কাজ করার পাশাপাশি স্বল্প বেতন ও বাজেট কর্তন নিয়ে বেলজিয়ামের মেডিকেল স্টাফরা অভিযোগ করে আসছে।

এরই মধ্যে দেশটির সরকার স্বাস্থ্যসেবা কর্মীদের কর্ম ঘণ্টা বৃদ্ধি এবং নার্স পদের জন্য মেডিকেল দক্ষতা নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেয়ার অনুমতি দিয়ে এই বিতর্কিত আইন পাস করেছে।

এদিকে মেডিকেল কর্মীদের বিক্ষোভের পর এক সংবাদ সম্মেলনে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছেন, সরকার ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হওয়া দরকার বলে তিনি উপলব্ধি করেছেন।

উল্লেখ্য, এক কোটি ১০ লাখের বেশি জনসংখ্যার দেশ বেলজিয়ামের ৫৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
১৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh