• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চীনে মাঝারি মাত্রার ভূমিকম্পে নিহত ৪, আহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ১৪:৪৬
Magnitude 5 quake in southwestern China kills 4, injures 23
এবিসি নিউজ থেকে নেয়া

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে ৫ মাত্রার মাঝারি একটি ভূমিকম্পের আঘাতে অন্তত চারজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। খবর এবিসি নিউজের।

স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে ইউনান প্রদেশের কিয়াওজিয়া কাউন্টিতে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ৮ কিলোমিটার।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে যে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। আর এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্পটি। এসময় অন্তত একটি বাড়ি ধসে পড়ে বলেও জানিয়েছে তারা। অগভীর ভূমিকম্প আঘাত হানলে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তিব্বতীয় মালভূমির পূর্বাঞ্চলীয় ঢালে অবস্থিত ইউনান প্রদেশে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে ১৯৭৬ সালে উত্তরপূর্বাঞ্চলীয় তাঙ্গসান শহরে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানলে অন্ততপক্ষে দুই লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।

তবে চীনের সাম্প্রতিক ইতিহাসে ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটি সবচেয়ে ভয়াবহ ছিল। ইউনানের উত্তরে অবস্থিত এই প্রদেশটি ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh