• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িযেছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ১১:৪৫
india coronavirus live
সাম্প্রতিক ছবি

ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন।। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৪ জন। সব মিলিয়ে ৩ হাজার ১৬৩ জনের মৃত্যু হলো করোনায়। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৯ হাজারের করোনা রোগী সুস্থ হয়েছেন।

গেল ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন জারি করা হয়। চতুর্থ ধাপে বিধিনিষেধ শিথিল করার পর আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

সংক্রমণ কম আছে এমন শহরগুলোতে বিভিন্ন গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। যদিও সামাজিক দূরত্ব মেনেই সব করতে হবে। তাই অল্পসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস।