• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনার নমুনা ধ্বংসের কথা স্বীকার করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৪:২৫
China confirms that it destroyed early samples of coronavirus
বিজনেস ইনসাইডার থেকে নেয়া

করোনাভাইরাসের শুরুর দিকে কিছু নমুনা ধ্বংস করা হয়েছে স্বীকার করেছে। দেশটি জানিয়েছে, ‘বায়োসেফটির’ জন্য অননুমোদিত পরীক্ষাগারগুলোকে করোনার নমুনা ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছিল। খবর বিজনেস ইনসাইডারের।

এমন এক সময় চীন এই স্বীকারোক্তি দিলো যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বারবার অভিযোগ করেছেন যে, চীন গত ডিসেম্বরে যেসব রোগীর শরীর থেকে করোনার নমুনা নিয়েছে তা দিতে অস্বীকার জানিয়েছে। এমনকি চীনা কর্মকর্তারা ওই নমুনা ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বিজ্ঞান ও শিক্ষা বিভাগের কর্মকর্তা লিউ ডেংফেং শুক্রবার বেইজিংয়ে এক ব্রিফিংয়ে বলেন, পরীক্ষাগারের জৈবিক সুরক্ষার ঝুঁকি রোধ করতে এবং অজ্ঞাত প্যথোজেন দিয়ে পরবর্তী বিপর্যয় রোধে এই নমুনাগুলো নষ্ট করা হয়েছে।

লিউ জোর দিয়ে বলেন, অন্য দেশগুলোর কাছ থেকে কোনও কিছু ঢাকতে বা লুকাতে নয়, বরং কঠোরভাবে জৈব নিরাপত্তার জন্যই এটা করা হয়েছে। তিনি বলেন, কিছু মার্কিন কর্মকর্তার মন্তব্য প্রাসঙ্গিক নয় এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়েছে।

চীনের এই কর্মকর্তার বলেন, যখন প্রথমবারের মতো উহান থেকে নিউমোনিয়ার মতো রোগের খবর আসে, যে প্যাথোজন এই রোগ সৃষ্টি করছে তা শনাক্ত করার চেষ্টা করে ‘জাতীয় পার্যয়ের পেশাদার ইন্সটিটিউগুলো।‘ পরে সমন্বিত গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা জৈব সুরক্ষার কথা বিবেচনা করে নমুনা সংগ্রহ, পরিবহ এবং পরীক্ষামূলক কর্মকাণ্ড চালানো এবং নমুনা ধ্বংসের সিদ্ধান্ত নেই।

উচ্চ সংক্রামক প্যাথোজেনিক নমুনা ক্ষেত্রে চীনে এ ধরনেরই কাজ করা হয় বলেও জানান লিউ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
রাজধানীতে চীনের মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
X
Fresh