• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ল্যাবে সংক্রমিত ব্যক্তি থেকে ছড়িয়ে থাকতে পারে করোনা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৩:১৩
In the lab, bats were being tested for diseases like coronavirus
দ্য সান থেকে নেয়া

বিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে যে, করোনাভাইরাস উহানের ওয়েট মার্কেটের কোনও প্রাণীর শরীর থেকে নাও ছড়িয়ে থাকতে পারে। দ্য মেইলের খবরে বলা হয়েছে, বায়োলজিস্টরা এমন প্রমাণ পেয়েছে যে এই ভাইরাসটি ‘আগে থেকেই সংক্রমিত হওয়া ব্যক্তির’ শরীর থেকে ছড়িয়েছে।

করোনাভাইরাস উহানের ওয়েট মার্কেট থেকে নয় বরং সেখানকার একটি ল্যাব থেকে ছড়িয়ে, এমন যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, বিজ্ঞানীদের নতুন গবেষণা সেটিকেই সামনে নিয়ে আসলো। ওই ল্যাবে বাদুড়ের শরীরে করোনাভাইরাসের মতো রোগ নিয়ে পরীক্ষা করা হচ্ছিল।

যুক্তরাজ্যের মন্ত্রীরাও নাকি এমনটাই বলছেন যে, এই ভাইরাস ল্যাব থেকে ছড়িয়েছে এমন সম্ভাবনা ‘আর উড়িয়ে দেয়া যায় না।‘

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিং হেই ঝ্যাংয়ের সঙ্গে মিলে ব্রড ইন্সটিটিউটের বায়োলজিস্ট ইউজিয়া অ্যালিনা চান ও বেঞ্জামিন ডেভারম্যান এই গবেষণা পরিচালনা করেছেন।