logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০২০, ২১:১৫
আপডেট : ১৭ মে ২০২০, ২১:৩১

ইরানে উন্মুক্ত স্থানে ঈদের জামাতের অনুমতি

ইরানে উন্মুক্ত স্থানে ঈদের জামাতের অনুমতি
ফাইল ছবি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই উন্মুক্ত স্থানে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইরান সরকার। রোববার (১৭ মে) দেশটির করোনা মোকাবিলায় গঠিত কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি এই ঘোষণা দেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এ বিষয়ে জানায়, হোসেইন কাজেমি জানান, ইরানের সব শহরে উন্মুক্ত স্থানে ঈদের জামাতের আয়োজন করা হবে। তবে যেখানে মানুষের উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে আয়োজন করা হবে না। এছাড়া রোজার পর দেশটিতে স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁ চালুর অনুমতি দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে ৫১ জন মারা গেছেন। এছাড়া এই সময়ে শনাক্ত হয়েছে এক হাজার ৮০৬ জন। ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন  এক লাখ ২০ হাজার ১৯৮ জন। আর সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯৮৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এমকে

RTVPLUS