• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলে চীনের রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০২০, ২০:০০
দু ওয়েই
দু ওয়েই

ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দু ওয়েইর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) স্থানীয় সময় সকালে রাষ্ট্রদূতের নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনার সাথে কোনও অপরাধ জড়িত নয় বলে মনে করছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, মৃত্যুর খরব পাওয়ার পর নিয়ম অনুযায়ী ঘটনাস্থলে যায় ইসরায়েলি পুলিশ। তাদের তদন্ত শুরু হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে চীন এখনও কোনও মন্তব্য করেনি।

রাষ্ট্রদূত দু ওয়েই পরিবার নিয়ে তেল আবিব থেকে ১০ কিলোমিটার উত্তরে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। ।

এদিকে গত শুক্রবার (১৫ মে) মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরাইল সফরের সময় করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করেন। তার জবাবে দৈনিক জেরুজালেম পোস্টে দেয়া সাক্ষাতকারে দু ওয়েই যুক্তরাষ্ট্রের ব্যাপারে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন।

গত ফেব্রুয়ারি মাসেই ইসরায়েলে দায়িত্ব নেন দু ওয়েই। ওই সময় করোনা পরিস্থিতির কারণে ১৪ দিন আইসোলেশনে ছিলেন তিনি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
‘ইহুদিদের ধর্মীয় উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা করবে না ইসরায়েল’
X
Fresh