• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেপালে করোনায় প্রথম মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০২০, ১৭:৪৯
Samir Kumar Adhikari, a spokesman for Nepal's health ministry
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে নেপালে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। শনিবার (১৬ মে) নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সমির কুমার অধিকারি জানান, নেপালে করোনায় আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এটি দেশটিতে এই ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা।

মাঠমান্ডু পোস্ট এবিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ২৯ বছর বয়সী ওই নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত ছিলেনে তা নিশ্চিত করা হয়।

চলতি মে মাসের ছয় তারিখ ওই নারী হাসপাতালে এক সন্তানের জন্ম দেন। এর পরদিন তিনি হাসপাতাল থেকে বাড়ি চলে যান। বাড়ি যাবার পর তার জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিতে শুরু করেন তিনি। কিন্তু শনিবার তার অবস্থা আরও খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডু নেয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর পর নবজাতক ও পরিবারের অন্য সদস্যদেরও করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে নেপাল স্বাস্থ্য বিভাগ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
হাসপাতালের বিল দিতে পারছে না অভিনেত্রী
X
Fresh