• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: আগস্ট পর্যন্ত কর্মজীবীদের বেতন দেবে কানাডা সরকার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ২০:১৬
Justin Trudeau
সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কর্মজীবীদের আগামী আগস্ট মাস পর্যন্ত বেতন দেবে কানাডার সরকার। এছাড়া করোনার কারণে যারা চাকরি হারিয়েছেন সেসব কর্মজীবীদের আবারও চাকরি দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কানাডার সরকার।

জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে কানাডার সরকার। প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল জুন মাসে। তবে সঙ্কট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত তা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এর আগে কানাডার সরকার ক্ষতিগ্রস্ত কর্মজীবীদের সহায়তায় ৭৩ বিলিয়ন ডলার জরুরি বেতন ভর্তুকির ঘোষণা দিয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এর সময়সীমা বাড়ানো হলো।

যদিও যে ক্ষমতায় সরকারকে এই ভতুর্কি দেয়ার অনুমতি দেয়া হয়েছে, সেটির বলে এই আর্থিক সহায়তা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

যেসব প্রতিষ্ঠানের আয় মার্চ মাসে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই এ প্রকল্পের আওতায় সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলেও জানিয়েছে কানাডার সরকার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ : ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ
জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!
ইসরায়েলকে আর অস্ত্র দেবে না কানাডা
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh