• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতের অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই দেশে যাওয়ার সুযোগ পাবেন

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

  ১৫ মে ২০২০, ১৮:৪৩
আমিরাত, অবৈধ প্রবাসী, জরিমানা, দেশে যাওয়ার সুযোগ
সংযুক্ত আরব আমিরাতের স্থাপনা। ফাইল ছবি।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নতুন আদেশ অনুযায়ী আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৩ মে) স্থানীয় গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন রাষ্ট্রপতি।

ঘোষণায় বলা হয়, গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুযোগ পাবেন।

দেশটির ফেডারেল অথোরিটি এন্ড আইন্ডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমে জানান, “রাষ্ট্রপতির আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোন বাধা থাকবে না।

খামিস আল কাবি আমিরাতে অবস্থানরত অবৈধ অধিবাসীদের সকলকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh