• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাইজারে বোকো হারামের ৭৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৪:৩১
Niger says 75 Boko Haram fighters killed in two operations
আল জাজিরা থেকে নেয়া

নাইজার ও প্রতিবেশী নাইজেরিয়ায় সরকারি বাহিনীর হামলায় বোকো হারাম সশস্ত্র গোষ্ঠীর প্রায় ৭৫ সদস্য নিহত হয়েছে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার দক্ষিণ-পূর্ব নাইজারের প্রধান শহর ডিফার দক্ষিণে ২৫ ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং একই দিনে একটি আঞ্চলিক বাহিনীর দুটি অভিযানে চাদ লেক অঞ্চলের নাইজেরিয়ার মাটিতে ‘প্রায় ৫০ জনকে হত্যা’ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার আঞ্চলিক বাহিনীতে নাইজারের সেনাসদস্যরা কোমাদৌগু নদীর তীরে ‘আক্রমণাত্মক হামলা’ চালায় এবং ডিফার দক্ষিণে ৭৪ কিলোমিটার দক্ষিণে বোকো হারাম যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়।

তারা জানায়, ওই সময় গ্রুপটি ২৫ জন সদস্যের সবাই নিহত হয়। এসময় দুইজন সেনাসদস্যও আহত হয় বলে জানায় তারা।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, একই দিন উত্তর-পূর্বাঞ্চলীয় নাইজেরিয়ার চাদ অঞ্চলের লেক চাদ অঞ্চলের একটি দ্বীপ টম্বন-ফুলানিতে জোটের বিমান হামলা এবং গোলাবর্ষণে প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়।

নাইজারের সরকার জানিয়েছে, গত ৩ মে ডিফার বাইরে দেশটির সামরিক শিবিরের বোকো হারাম গোষ্ঠী একটি বড় ধরনের আক্রমণ চালায় এতে দুই সেনা নিহত এবং তিনজন আহত হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার আগে যে দুই দেশে পালিত হলো ঈদ
X
Fresh