• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরব থেকে সেনা ও প্যাট্রিয়ট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০২০, ১১:৩১
সৌদি আরব থেকে সেনা ও প্যাট্রিয়ট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সরিয়ে নেয়ার পাশাপাশি সেনা সংখ্যা কমাতে শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এরইমধ্যে সৌদি আরব থেকে দুই স্কোয়াড্রন যুদ্ধবিমান সরিয়ে নেয়া হয়েছে এবং চারটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এসব ইউনিটের সঙ্গে থাকা মার্কিন সামরিক কর্মকর্তাদেরও সরিয়ে নেয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা ও করোনাভাইরাসের কারণে ওই অঞ্চলে ইরানের ক্ষমতা কমে গেছে বলে তাদের বিশ্বাস। আর সেজন্যই সৌদি আরবে সামরিক শক্তি কমানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন স্বার্থের বিরুদ্ধে হামলার কোনও হুমকি না থাকার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে ইয়েমেনে হুথি যোদ্ধারা দু’টি সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর সৌদি আরবে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছিল আমেরিকা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি  
রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
ওমরাহ করতে সৌদি আরবে ফেরদৌস
হজ পালনে হেঁটেই সৌদি আরবে বাংলাদেশি যুবক
X
Fresh