• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্তে রাশিয়া বিশ্বে পঞ্চম স্থানে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০২০, ১০:৫৬
করোনায় আক্রান্তে রাশিয়া বিশ্বে পঞ্চম স্থানে
ফাইল ছবি

পশ্চিম ইউরোপে ইটালি-ফ্রান্স, স্পেনে যখন করোনার প্রভাব কমছে তখন পূর্ব ইউরোপের দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৩১ জন। আর গত পাঁচ দিনে রেকর্ড ৫২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সব মিলে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১লাখ ৭৭ হাজার ১৬০ জন।

এখন রাশিয়া বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে পাঁচ নাম্বারে উঠে আসলো। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন আক্রান্ত হয়েছেন।

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর অর্ধেকের বেশিই ঘটেছে রাজধানী মস্কোয়। বৃহস্পতিবার মস্কোতে একদিনেই নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭০৩ জন।

মস্কোর মেয়র বলেছেন, করোনা শনাক্তের পরীক্ষা বাড়ানোর পর আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে।

ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রীসহ আর দুজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh