• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এটাই বছরের সেরা ছবি!

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৮

ওপরের ছবিটিই ২০১৬ সালে তোলা সেরা ছবি। তুরস্কের রিওট পুলিশের একজন সাবেক সদস্য রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে হত্যার পরে হাত উঁচিয়ে নিজের বীরত্বের জানান দিচ্ছেন।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের চিত্রগ্রাহক বুরহান ওজবিলিসির তোলা এ ছবিটি অর্জন করেছে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ এর খেতাব। ৬০তম ওয়ার্ল্ড প্রেস ফটো কনটেস্টের বিচারকরা এ ছবিটিকে সেরা ছবি হিসেবে ঘোষণা করেছেন।

এ ব্যাপারে চিত্রগ্রাহক বুরহান বলেন, ছবিটি তোলার সময় জানতাম ঝুঁকি রয়েছে। হত্যাকারী যেকোনো সময় আমাকেও টার্গেট বানাতে পারতেন। কিন্তু তারপরও আমি ঝুঁকি নিয়েছি তার আত্মতৃপ্তিকে তুলে ধরার জন্য।

গেলো বছর ডিসেম্বরের ১৯ তারিখে তুরস্কের আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করেন তুর্কি পুলিশের এ সদস্য। পরে পুলিশের গুলিতে হত্যাকারীও নিহত হন।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh