• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ১২:২১
ওলগা লুইবিমোভা
সংগৃহীত

রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভাও এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি সূত্রে খবর, প্রাথমিক পর্যায়েই ওলগা লুইবিমোভার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তবে বড় কোনও ঝুঁকি নেই। তাই হাসপাতালে ভর্তি না করে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। খবর ডেইলি সাবাহ’র।

ওলগার প্রেস সেক্রেটারি আনা উসাচেভার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, মন্ত্রীর হালকা লক্ষণ আছে এবং তিনি ঘরে বসে কাজ করছে এবং মিটিং অনলাইনে সারছেন।

এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

প্রাণহানি বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৩২৭ জন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত বাংলাদেশ-রাশিয়া
X
Fresh