• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বজুড়ে করোনা থাবায় একদিনে আক্রান্ত প্রায় ১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ০৯:১৯
usa COVID-19
ছবি-সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজারের বেশি। করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস জানাচ্ছে, গেল ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই কেউ। দেশটির ১২ লাখ ৬৩ হাজার ৯২ জন নাগরিক কোভিড-নাইনটিন পজেটিভ। মারা গেছে ৭৪ হাজার ৭৯৯ জন।

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় প্রাণহানির নিরিখে শীর্ষে উঠে এসেছে ব্রিটেন। ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজারের পার করেছে।

ইউরোপে আক্রান্তের সংখ্যা অনুযায়ী অবশ্য সবার উপরে রয়েছে স্পেন। দেশটির ২ লাখ সাড়ে ৫৩ হাজার মানুষ কোভিড-নাইনটিন পজেটিভ। মারা গেছে ২৫ হাজার ৮৫৭ জন।

এদিকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ভারতে। দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৭৮৫ জন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh