• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ভ্যালেন্টাইনস ডে পালনে গলা কাটা যাবে, আইএসের হুমকি

অনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪১

ভ্যালেন্টাইনস ডে পালন নিয়ে সারা বিশ্বে চলছে নানা আয়োজন। তবে এ দিবস পালনের বিরোধিতা করা দেশের সংখ্যাও কম নয়। সম্প্রতি পাকিস্তান ভ্যালেন্টাইনস ডে পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি জানান জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেতারাও।

একটি গলা কাটা রক্তাক্ত টেডি বিয়ারের ছবি দিয়ে জানানো হয় এ হুঁশিয়ারি। যারা ভ্যালেন্টাইনস ডে পালন করবেন, তাদেরও এমন অবস্থায়ই হবে। সে সঙ্গে ভ্যালেন্টাইন ডে’র নাম দেয়া হয় ‘সিন ডে’ বা পাপদিবস হিসেবে। আর এ দিবস যে পালন করবে তার গলা কেটে নেয়া হবে। ইরানের একটি গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।

এর আগে সোমবার পাকিস্তানে আদালতের নির্দেশে বাতিল হয় ভ্যালেন্টাইনস ডে পালন। পাকিস্তানে প্রকাশ্যে ও সরকারি অফিসে পালন করা যাবে না ভালবাসার দিন। ইসলামাবাদ হাইকোর্ট সোমবার এ নির্দেশ জারি করেছে।

এর আগেও ভ্যালেন্টাইনস ডে নিয়ে অনেক দল হুঁশিয়ারি জারি করেছে। ভারতের বজরঙ দল, শিব সেনা, ছত্রিশগড় সরকার ভালোবাসা দিবস পালনের ঘোর বিরোধিতা করেছে। এরপরও সারা বিশ্বে জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে এ দিবস।



এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh