logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

কানাডার তিন শহরে উচ্চস্বরে আজান প্রচারের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ মে ২০২০, ১৪:৩১ | আপডেট : ০২ মে ২০২০, ১৪:৪৪
canada mosques
ওমর বিন আল খাততাব মসজিদ
প্রথমবারের মতো কানাডার তিন শহরে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রমজান মাসে রাজধানী অটোয়া, টরন্টো এবং মিসিসাওগাওয়ে শুধু মাগরিবের আজান প্রচারের আদেশ দেয়া হয়েছে। 

মুসলিম প্রধান দেশগুলোতে মাইকে বা লাউডস্পিকারে আজানের প্রচলন রয়েছে। যদিও কানাডায় মজিদের ভেতর গিয়েই শুনতে হয় আজান। করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে কেউ মসজিদ মুখী হতে পারছে না। তাই মাগরিবের আজান লাউডস্পিকারে প্রচারের অনুমতি দিয়েছে। তবে মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুকের পোস্টে আযান প্রচারের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মসজিদ এবং শহরের যেকোনও ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে।

মেয়র বনি ক্রমবি অবশ্য ৫ মিনিটের সময় সীমাও বেঁধে দেন। 

অন্যদিকে অটোয়া ও টরন্টোতে শুধু মসজিদগুলোতেই আযানের অনুমতি দেয়া হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে আগামী ২৩ মে অর্থাৎ শেষ রমজান পর্যন্ত এই উচ্চস্বরে আজান প্রচার করা যাবে।

টরন্টো মিউনিসিপ্যালিটির মুখপাত্র ট্যামি রবিনসন সিএসবি নিউজকে বলেন, এমন পরিস্থিতিতে আধ্যাত্মিক ও মানসিকভাবে ভালো থাকাটা জরুরি। সবার এটা মনে রাখতে হবে স্থানীয় প্রশাসনের জানি করা নিয়মগুলো পালন করাও জরুরি।

অন্টোরিও প্রদেশের এই শহরের ওমর বিন আল খাততাব মসজিদের ইমাম আলহাজ আবু বকর বলেন, আমরা অনেক খুশি। বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রশাসন উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি দিয়েছে। 

ওয়াই

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়