• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনোভাইরাস: সারাবিশ্বে আক্রান্ত সংখ্যা ৩৪ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ০৮:৩৯
করোনাভাইরাস: আক্রান্ত ৩৪ লাখ ছাড়ালো

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যাও সমান তালে বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে, শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮২৯ জনের শরীরে। আর মারা গেছে ২ লাখ ৩৯ হাজার ৫৯২ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজার ৫৯৫ জন। মারা গেছে ৬৫ হাজার ৭৬৬ জন।

ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে। সেখানে কোভিড-১৯ রোগী ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। মারা গেছে ২৮ হাজার ২৩৬ জন। তাদের ঠিক পরে যুক্তরাজ্য, মারা গেছে ২৭ হাজার ৫১০ জন।

স্পেনেও এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন। মারা গেছেন ২৪ হাজার ৮২৪ জন।

অবশ্য মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যায় অনেক তফাৎ। সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন করোনা জয় করেছেন। এছাড়া স্পেনের ১ লাখ ৪২ হাজার ৪৫০ জন এবং জার্মানির ১ লাখ ২৬ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh