• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের বন্ধু হতে চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২১

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক চায় পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র সচিব সরতাজ আজিজ শনিবার এ কথা জানান।

তিনি বলেন, ‘ট্রাম্প ও পাকিস্তানের মধ্যে টেলিফোনে বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বেশ কয়েকটি বিষয়ে পাকিস্তান ও আমেরিকা একমত পোষণ করেছে।’

তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান যে তাদের অবস্থানে এখনো অটল তা স্পষ্ট করে বলেননি তিনি। শুধু বললেন, ‘এ বিষয়ে পার্লামেন্টে আমি বিবৃতি দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি নজরে আনার জন্য জাতিসংঘ মহাসচিবকে ও নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক চিঠি দেয়া হয়েছে।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh