• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সফলভাবে কক্ষপথে স্থাপন হয়েছে ইরানের উপগ্রহ ‘নুর’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০২০, ১৯:৩৭
সফলভাবে কক্ষপথে স্থাপন হয়েছে ইরানের উপগ্রহ ‘নুর’
ফাইল ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফল ভাবে কৃত্রিম উপগ্রহ ‘নুর’কে উৎক্ষেপণ ও কক্ষপথে স্থাপন করেছে। বৃহস্পতিবার আইআরজিসি’র পক্ষ থেকে এ দাবি করা হয়।

বুধবার ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশত-ই কাভির থেকে ‘নুর’কে নিক্ষেপ করা হয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে এ কৃত্রিম উপগ্রহ তৈরি উৎক্ষেপণ ও কক্ষপথে স্থাপন করা হয়।

এদিকে ‘নুর’কে উৎক্ষেপণের পরই আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের ভাইস চেয়ারম্যান মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হাইটেন বলেন, ওয়াশিংটন এ বিষয়ে গভীর নজর রাখছে।

এদিকে, মার্কিন বিমান বাহিনীর ১৮তম মহাকাশ নিয়ন্ত্রণ স্কোয়াড্রন সংক্ষেপে ১৮ এসপিসিএস এক টুইট বার্তায় জানিয়েছে, কক্ষপথে দুটি বস্তু শনাক্ত করা হয়েছে এ দুটিই ইরান থেকে ছোঁড়া হয়েছে। এর একটিকে বাহক এবং অপরটিকে কৃত্রিম উপগ্রহ হিসেবে উল্লেখ করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অকেজো স্যাটেলাইট
লে. জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেমিনার 
X
Fresh