• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুকেশ আম্বানির রিলায়েন্সের ১০% শেয়ার কিনছে ফেসবুক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০২০, ১৮:২৭
মুকেশ আম্বানির রিলায়েন্সের ১০% শেয়ার কিনছে ফেসবুক
ফাইল ছবি

ভারতে ব্যবসা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর এরইমধ্যে খবর হয়েছে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার যা‌ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০০ কোটি রূপিতে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে যাচ্ছে ফেসবুক।

বুধবার এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

কলকাতা থেকে প্রকাশিত এই সময় জানায়, ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনছে ফেসবুক। জাকারবার্গ বুধবার জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও-র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা।

এবিষয়ে মুকেশ আম্বানির সংস্থাও বিবৃতি দিয়ে এই চুক্তির কথা জানিয়েছে বলেছে ফেসবুক জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে।

এছাড়া সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, ঋণের বোঝা লাঘব করতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেয়ার আলোচনা চালাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চালানো হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
X
Fresh