• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্পের হোটেলের সামনে লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে বিক্ষোভ  

আরটিভি অনলাইন বিপোর্ট

  ১৯ এপ্রিল ২০২০, ১৭:৫৫
ট্রাম্পের হোটেলের সামনে লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে বিক্ষোভ  
প্রতীকী বিক্ষোভে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের সামনে লাশ বহনের প্রতীকী ব্যাগ রেখে বিক্ষোভ করেছে মার্কিন জনগণ।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতার প্রতিবাদ জানাতে নিউইয়র্ক শহরে শনিবার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এ বিক্ষোভ হয়।

ভ্যানেসা নামে এক বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অযোগ্যতা দেখিয়েছেন। তিনি জনগণের জীবন নিয়ে জুয়া খেলছেন। এটি নৈতিকভাবে দেউলিয়াত্ব। আসলে শুরু থেকেই তার কোনও নীতি-নৈতিকতা ছিল না এবং এখনো নেই।

ট্রাম্প হোটেলের সামনে প্লাক্যার্ড হাতে আরেক বিক্ষোভকারী ক্রিশ্চিয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ভাইরাসকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। যদি আমরা এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে হয়তো আমরা গণতন্ত্র হারাব। তিনি একে ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করতে পারেন।

ক্রিশ্চিয়ান বলেন, ট্রাম্পের ব্যর্থতার কারণে অনেক মৃত্যু, অনেক সংক্রমণ এবং অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। যদি ট্রাম্প এবং মাইক পেন্স সরকারে না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হতো না। এ কারণেই আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি।

আমেরিকায় এ পর্যন্ত সাত লাখ ৩৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৩৮ হাজার মানুষ মারা গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ফেব্রুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
বিমান দুর্ঘটনায় ২ মেয়েসহ অভিনেতার মৃত্যু
দুই মেয়েসহ জনপ্রিয় হলিউড অভিনেতার করুণ মৃত্যু
X
Fresh