• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় ২১ মাসের শিশুর দেহে করোনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০২০, ১২:০৯
coronavirus
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভারতের কলকাতা শহরের এক ২১ মাসের শিশু। শিশুটির পরিবারের কোনও সদস্যের করোনার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর।

শিশুটির পরিবার দক্ষিণ কলকাতার বাসিন্দা। প্রথমে শহরের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ (আইসিএইচ) হাসপাতালে নেয়া হয়েছিল। পরে তাকে বেলেঘাটা আইডি অ্যান্ড বিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার রাতে তার শরীরে কোভিড-নাইনটিন সংক্রমণ ধরা পড়ে।

স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, শিশুটিকে গেল ১৬ এপ্রিল আইসিএইচে ভর্তি করা হয়েছিল। এসময় প্রচণ্ড কাশি হচ্ছিল তার। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বেলেঘাটায় বিশেষ আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশুটির মা হাসপাতালে রয়েছেন। তার বাবাকে স্থানীয় একটি কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের ঘরে আরও ৪ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে।

গেল ২৮ মার্চ শিশুটির বাবা ঝাড়খণ্ডে গিয়েছিলেন নিজের ছোট ভাইকে ফিরিয়ে আনতে। তার দুই ভাই পেশাগত গাড়ির চালক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh