• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

তিমির আত্মহত্যা ! [ভিডিও]

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭

নিউজিল্যান্ডের সমুদ্র তীরে এসে আত্মহত্যা করেছে প্রায় ৩শ’ তিমি। শুক্রবার ৪শ’ ১৬ টি তিমি সমুদ্র তীরের বালুতে আসে। সৈকতের স্বেচ্ছাসেবকদের তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠাতে হিমশিম খেতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩শ’ তিমি মারা গেছে বলে জানায় বিবিসি।

ঠিক কি কারণে তিমি মাছ এভাবে তীরে উঠে আসে সে কারণ এখনো স্পষ্ট করতে পারেনি বিজ্ঞানীরা। তবে তাদের ধারণা, তিমি মাছ আহত হলে বা বৃদ্ধ হয়ে গেলে কিম্বা তার চলাচলের দিক নির্দেশক ব্যবস্থা ঠিক মত কাজ না করলে এভাবে সমুদ্র তীরে উঠে আসে তারা।

আবার অন্যদিকে কেউ এভাবে সমুদ্রের তীরের বালুতে উঠে আটকে গেলে একটি সিগনাল পাঠায় সমুদ্রে। ধারণা করা হয়, এই সিগনালটি সাহায্য চাওয়ার জন্য পাঠানো হয়। আর তাতে আকৃষ্ট হয়ে দলে দলে তিমি তীরে উঠে আসে এবং বালু ভূমিতে আটকে যায়।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh