• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আদালতে হারলেন ট্রাম্প, ভিসা নিষেধাজ্ঞা স্থগিত

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৪৯

সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন দেশটির ফেডারেল আপিল আদালত।

বৃহস্পতিবার নাইন্থ সার্কিট আপিল আদালত এ আদেশ দেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ট্রাম্প প্রশাসনকে।

এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করে রুল জারি করেন। এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের করা আপিলও খারিজ করে দিয়েছিলেন মার্কিন একটি আদালত।

আপিলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন জানানো হলেও তা অগ্রাহ্য করে বিষয়টি নিয়ে হোয়াইট হাউস ও বিচার বিভাগকে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা বলেছিলেন আপিল আদালত। যুক্তি তর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান নাইন্থ সার্কিট আপিল আদালত।

এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, আদালতে দেখে নেব। আমাদের জাতীয় নিরাপত্তা এখন ঝুঁকির মুখে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh