• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের করোনা হটস্পট কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০২০, ১১:২৯
coronavirus
ছবি- সংগৃহীত

ভারতের করোনা হটস্পটের তালিকায় রয়েছে ১৭০ জেলা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওরা, পূর্ব মেদেনিপুর ও ২৪ পরগনা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

দ্বিতীয় দফায় ভারতের লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। তবু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে ৪২২ এ দাঁড়িয়েছে।

যদিও দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয় দাবি করছে, এখনও কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণ শুরু হয়নি। মূলত ক্লাস্টার বা গণ্ডিবদ্ধ সংক্রমণের পর্যায়ে রয়েছে করোনা পরিস্থিতি।

করোনাকে গণ্ডির মধ্যে বেঁধে রাখতে এবার নতুন কৌশল নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। ৭৩৬টি জেলাকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে হটস্পট বা রেড জোনে রয়েছে ১৭০টি জেলা এরমধ্যে আবার ১২৩টি জেলায় সংক্রমণ অনেক বেশি ছড়িয়েছে। বাকি ৪৭টি জেলায় গণ্ডিবদ্ধ পর্যায়ে রয়েছে করোনা সংক্রমণ। এদিকে ২০৭টি জেলাকে ‘নট হটস্পট’ ক্যাটেগরিতে রাখা হয়েছে। প্রতিটি নন হটস্পট জেলাতে অল্পবিস্তর করোনা সংক্রমণ রয়েছে। এখনও গ্রিন জোনে রয়েছে ৩৫৯টি জেলা।

হটস্পট জেলাগুলোতে করোনার বিস্তার রোধে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম।

২৮ দিন পর্যন্ত যদি নতুন সংক্রমণের খবর না আসে, তাহলে রেড জোনকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
ঈদে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘মির্জা’
মোস্তাফিজদের কাছে হেরে যে ব্যাখ্যা কলকাতা অধিনায়কের
X
Fresh