• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনের সঙ্গে সম্পর্ক নবায়ন করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২

চীন প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চিঠি প্রেরণের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার উন্নয়ন সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্পের ক্ষমতাগ্রহণ অনুষ্ঠানকে স্বাগত জানানোয় প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠিতে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া দু’দেশের গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ারও আশাবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শি জিনপিংকে পাঠানো ট্রাম্পের চিঠিটি দু’দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আসছে পথে এগিয়ে যাবার জন্য দেশ দু’টির পরস্পর সহযোগিতাই একান্ত কাম্য।

এছাড়াও চিঠিতে চীনের চন্দ্র নববর্ষ উপলক্ষ্যে সেখানকার জনগণকে শুভেচ্ছা জানান ট্রাম্প।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh