• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিসিজি টিকায় করোনা ভালো হয় কোনও প্রমাণ নেই: হু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০২০, ১০:৪২
বিসিজি টিকায় করোনা সারে কোনও প্রমাণ নেই হু
ফাইল ছবি

বিসিজি টিকায় করোনাভাইরাস ঠেকানো যায় এর পক্ষে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিসিজি টিকা মূলত নেওয়া হয় টিউবারকিউলোসিস প্রতিরোধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা প্রতিরোধে এই টিকা নেয়ার পরামর্শ তারা দিচ্ছে না।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রমাণ হয়েছে যে জীবজন্তু ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় বিসিজি টিকার অনির্দিষ্ট প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাব এখনও স্পষ্ট নয়।

এ নিয়ে দুটি চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, যদি প্রমাণ মেলে তা খতিয়ে দেখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিসিজি টিকায় শিশুদের মধ্যে টিবি প্রতিরোধ করা সম্ভব। করোনা সারাতে কাজে লাগে বলে যে খবর বের হয়েছে তার জন্য যদি এই টিকা স্থানীয় বাজার ঘাটতি দেখা দেয়। তবে টিবি রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেরার প্রাদুর্ভাব ঠেকাতে বৈশ্বিক কর্মসূচি ঘোষণা
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
রমজানে সুস্থ থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ পরামর্শ
X
Fresh