• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে না পাঠাতে এইচআরডব্লিউ’র আহ্বান

অনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৪

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ঠেঙ্গারচর দ্বীপে না পাঠাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

বুধবার এ সংক্রান্ত বিবৃতি তাদের সাইটে প্রকাশ করে সংস্থাটি।

সংগঠনটি জানায়, ঠেঙ্গারচর অনুন্নত এবং বন্যাপ্রবণ একটি দ্বীপ। সেখানে রোহিঙ্গাদের পাঠালে চলাফেরার স্বাধীনতা, জীবিকা নির্বাহ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বাংলাদেশের সরকার দাবি করছে ঠেঙ্গারচর দ্বীপে রোহিঙ্গাদের উন্নত জীবনযাপন নিশ্চিত করা হবে। কিন্তু এ দ্বীপে কোনো সুযোগ-সুবিধা নেই এবং জোয়ারের সময় ও বর্ষাকালে তা তলিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ধরণের প্রস্তাবনা হবে নিষ্ঠুর আচরণ। এটা অবশ্যই ত্যাগ করতে হবে।

সম্প্রতি সরকার হাতিয়ার ঠেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের পরিকল্পনা তুলে ধরে। মিয়ানমারে সেনাদের নির্যাতন থেকে বাঁচার জন্য ২০১৬ সালের অক্টোবর মাসের পর প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ’র এ সংক্রান্ত বিবৃতি

এফএস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh