• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেয়ের পক্ষে টুইট করে সমালোচনার মুখে ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৪

নিজের সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে মেয়ের পক্ষে সাফাই গেয়ে ফের সমালোচনার মুখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট ব্যক্তিগত কাজে ব্যবহারকে অনেকে আইনের লঙ্ঘন বলেও মনে করছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।

তাদের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরকারি অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়ের পক্ষ নিয়ে টুইট করেন।

তিনি টুইটে বলেন, ইভাঙ্কার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।

সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে সামিাজিক যোগাযোগ মাধ্যমে। পেনসেলভেনিয়ার সিনেটর বব কেসির মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়।

তবে ট্রাম্পের এ টুইটের প্রশংসা করেছে হোয়াইট হাউস। মুখপাত্র সেন স্পাইসার বলেন, বাবা হয়ে মেয়ের পক্ষ অবলম্বন করা অস্বাভাবিক নয়।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh