• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৭দিনে ব্রাজিলে খুন বেড়েছে ৬৫০ শতাংশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৫

বেতন-ভাতার দাবিতে ধর্মঘট করছেন ব্রাজিলের এসপিরিটো সান্টো প্রদেশের পুলিশ কর্মকর্তারা। আর সে সুযোগে প্রদেশটিতে খুনের হার বেড়েছে ৬শ’ ৫০ শতাংশ। সে সঙ্গে বেড়েছে চুরি, ছিনতাইয়ের ঘটনাও।

গেলো পাঁচদিনে ৭৫টি খুনের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশটির ইতিহাসে এক সপ্তাহে হওয়া সবচেয়ে বেশি খুনের ঘটনা এটি। পরিস্থিতি সামলাতে ২শ’ সেনাসদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গেলো শুক্রবার থেকে পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পুলিশে স্টেশনগুলোর সামনে অবস্থান করছেন। তারা কর্মকর্তাদের স্টেশন থেকে বের হতে দিচ্ছেন না।

দেশটির সংবিধান অনুসারে পুলিশ কর্মকর্তারা কোন ধর্মঘট করতে পারবেন না। তাই তাদের পরিবারের সদস্যরা এ কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাউল জাংমান জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশটির স্কুল, কলেজ, প্রশাসনিক ভবনসহ সব অফিস আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh