• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: ভারতে আক্রান্ত ৫৭৩৪, মৃত্যু ১৬৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১১:২২
করোনাভাইরাস: ভারতে আক্রান্ত ৫৭৩৪, মৃত্যু ১৬৬ জনের
ছবি: সংগৃহীত

ভারতে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে সব মিলিয়ে দেশটিতে মোট ১৬৬ জনের মৃত্যু হলো। এছাড়াও এই ভাইরাসে মোট ৫ হাজার ৭৩৪ জন সংক্রমিত হয়েছে। তবে মোট ৪১১ জন কোভিড-19 রোগ থেকে সেরে উঠেছেন। খবর এনডিটিভির।

এদিকে পরিসংখ্যান বলছে, ভারতে আক্রান্তদের পাঁচ শতাংশের এক শতাংশই রয়েছেন মহারাষ্ট্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে, বুধবার (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত সে রাজ্যে সংক্রমিত মোট ১ হাজার ১৮। দেশের মধ্যে সর্বাধিক ৬৪ জন মারা গেছে মহারাষ্ট্রে।

এছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশটির বাণিজ্যনগরী মুম্বাইকে হটস্পট ঘোষণা করা হয়েছে। মুম্বাইয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯০। এছাড়া দিল্লির ২০টি এলাকা করোনার কারণে সিল করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯০। আক্রান্তের নিরিখে এরপরে রয়েছে তেলেঙ্গানা (৪২৭), উত্তরপ্রদেশ (৩৪৩), কেরালা (৩৩৬), রাজস্থান (৩২৮) ও অন্ধ্রপ্রদেশ (৩০৫)। মৃত্যুর সংখ্যায় অবশ্য মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট ও মধ্যপ্রদেশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh