• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো প্রায় ২ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১০:৫৮
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো প্রায় ২ হাজার মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১,৯৭২ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি'র হিসেবে তার আগের দিন যুক্তরাষ্ট্রে মারা যায় ১,৯৩৯ জন। খবর বিবিসির বাংলার।

এনিয়ে যুক্তরাষ্ট্রে মোট ১৪ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো এবং কোভিড-19 এ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জনে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে - মঙ্গলবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে সংস্থাটির সততা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর বুধবার আবারও একই ধরণের অভিযোগ তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করে দেয়ার হুমকিও দেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত কটূক্তির শিকার হওয়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।