• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো মদের হোম ডেলিভারি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৮
পুলিশের হস্তক্ষেপে বন্ধ হলো মদের হোম ডেলিভারি

গোটা ভারতে চলছে লক-ডাউন। বাড়ি থেকে বের হবার উপায় নেই। বের হলেই ধরছে পুলিশ। এ অবস্থায় চালু রয়েছে হোম ডেলিভারি দেয়া প্রতিষ্ঠানগুলো।

আর এই সুযোগটা নিতে চেয়েছিল কলকাতার মদ ব্যবসায়ীরা। কিন্তু সফল করতে দেয়নি সেখানকার পুলিশ।

নেশা তো আর লক-ডাউন বোঝে না! তাই কোয়ারেন্টিন চলাকালীন সময়টা বেশ অসহ্য হয়ে উঠেছিল বলে অনেকেই ক্ষোভ ঝাড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার লক-ডাউনের মধ্যেই কলকাতার মধ্যে মদের হোম ডেলিভারি করা হবে, এমন গুঞ্জন উঠেছিল।

তবে কলকাতা পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আপাতত মদের কোনও রকমের হোম ডেলিভারি করা হবে না।

মদ হোম ডেলিভারির গুঞ্জনে বলা হয়েছিল, বুধবার থেকেই শুরু হয়েছে এই সুবিধা। তবে, এই নিয়ম শুধু কলকাতার জন্য। তবে দিনভর নয়, বলা হয়েছিল এই সুবিধা মিলবে শুধু কয়েক ঘণ্টা। সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে ফোন করে মদের অর্ডার দেয়া যাবে। কাছাকাছি দোকানে অর্ডার দিলেই বাড়িতে মদ পৌঁছে দেয়া হবে। তবে কোনোভাবেই মদ কিনতে দোকানে যেতে দেয়া না।

শেষ পর্যন্ত এমন খবর উড়িয়ে দিয়েছে পুলিশ। তাতেও ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেককে।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালকবিহীন মেট্রোরেল চালু হলো কলকাতায়
ঈদে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘মির্জা’
মোস্তাফিজদের কাছে হেরে যে ব্যাখ্যা কলকাতা অধিনায়কের
দিল্লিকে বিধ্বস্ত করে কলকাতার হ্যাটট্রিক জয়
X
Fresh