• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে করোনায় ভারতীয় সাংবাদিকের মৃত্যুতে মোদির শোক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৪:৩৩
নরেন্দ্র মোদি
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যু হয়েছে ইন্দো-মার্কিন সাংবাদিক ব্রহ্ম কাঞ্চিবোতলার। করোনাভাইরাসের মারণ কামড়ে প্রাণ হারালেন এই বিশ্বজনীন সাংবাদিক। তার মৃত্যুতে বুধবার শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, তার মৃত্যুর খবর জেনে তিনি গভীরভাবে শোকাহত।

ব্রহ্ম কাঞ্চিবোতলা নয়দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। লড়াই করছিলেন মারণ রোগ করোনাভাইরাসের সঙ্গে ৷ মার্চের ২৩ তারিখ এই রোগের লক্ষণ প্রথম তার মধ্যে দেখা যায় ৷ তাকে লং আইল্যান্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ মার্চের ৩১ তারিখ থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়৷ সোমবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৷

মোদি নিজের শোকবার্তায় আরও বলেন, কাঞ্চিবোতলাকে মানুষ চিরকাল মনে রাখবে তার অসাধারণ কাজের জন্য ৷ তার নিরন্তর প্রচেষ্টা ছিল ভারত-মার্কিন সম্পর্ককে কাছাকাছি এনে তার উন্নতি ঘটানো ৷ তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা ৷ ওম শান্তি

ভারতের একাধিক সংস্থার জন্য কাজ করেছেন কাঞ্চিবোতলা৷ ৬৬ বছরের এই সাংবাদিক ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার সাংবাদিক ছিলেন ৷ মার্জার মার্কেটে ১১ বছর কনটেন্ট এডিটর হিসেবে কাজ করেন ৷ ১৯৯২ সালে তিনি আমেরিকায় যান ৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। সবশেষ দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯৭০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh