• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বরিস জনসন ভেন্টিলেশনে নেই, দেয়া হচ্ছে অক্সিজেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৫:১৭
বরিস জনসন
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাত কাটিয়েছেন। পরে তাকে অক্সিজেন দেয়া হয়। যদিও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে খবর চাউর হয়।

ব্রিটিশ মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী মাইকেল গোভ মঙ্গলবার এলবিসি রেডিওকে বলেন, প্রধানমন্ত্রীকে অক্সিজেন দেয়া হয়েছে। বরিস জনসন ভেন্টিলেশনে ছিলেন না বলেও জানান তিনি। তবে সেটি প্রস্তুত রাখা হয়েছিল জানান গোভ।

৫৫ বছর বয়সী বরিস জনসন রোববার সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৭ মার্চ তার শরীরে করোনাভাইরাস ধরা পড়লে ডাউনিং স্ট্রিটে নিজের ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন তিনি।

তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর বরিস জনসনের স্বাস্থ্য অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। সবমিলিয়ে দেশটিতে পাঁচ হাজার মানুষ করোনায় মারা গেছে।

ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়া তার মেডিকেল টিমের পরামর্শে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
অক্সিজেন নিয়ে ভবনের ভেতরে যাচ্ছেন ফায়ারকর্মীরা, ছাদ থেকে উদ্ধার ৪
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh