• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাজার হাজার লাশের জন্য প্রস্তুত থাকুন: সুইডিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৪:৩৯
স্টেফান লোফভেন
ডেইলি মেইল থেকে নেয়া

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন দেশটির মানুষজনকে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। করোনাভাইরাস মহামারি ঠেকাতে দেশটির ন্যূনতম সতর্কতার কারণে সমালোচনা পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। খবর ডেইলি মেইলের।

সুইডিশ প্রধানমন্ত্রী বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা পাওয়া উচিত এমন বহু লোক আছে দেশে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঠেকাতে বিভিন্ন দেশ যখন লকডাউন, সামাজিক দূরত্বসহ বহু পদক্ষেপ নিয়েছে, সুইডেন সেই অর্থে অনেকটাই পিছিয়ে আছে।

করোনা ঠেকাতে সুইডেন নাগরিকদের শুধু সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। কিন্তু দেশটিতে স্কুল, বার, রেস্টুরেন্টের মতো স্থান এখনও খোলা রয়েছে।

নোবেল ফাউন্ডেশনের প্রধানসহ হাজার হাজার ডাক্তার ও অ্যাকাডেমিকস আরও কঠোর পদক্ষেপ নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একজন বিজ্ঞানী তো অভিযোগ করে বলেছেন যে, দেশটির জনগণের সঙ্গে জুয়া খেলছে সরকার।

এমন এক সময় দেশটিতে লকডাউনের মতো পদক্ষেপ নিতে দাবি জোরদার হচ্ছে যখন স্পেন, ইতালি ও জার্মানিসহ প্রতিবেশী দেশগুলোতে এটি কার্যকর প্রমাণিত হচ্ছে। এসব দেশের লকডাউনের কারণে সংক্রমণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

উল্লেখ্য, সুইডেনে লকডাউনের পরিবর্তে করোনার বিস্তার রোধে ‘নিজ দায়িত্বে’ সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। শুরুর দিকে একসঙ্গে ৫০০ জনের জমায়েতের অনুমতিও দেয়া হয়েছিল, তবে এখন তা ৫০ জনে নামিয়ে আনা হয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন সুইডেনের রাজকন্যা 
X
Fresh