• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০২০, ১৪:০৬
 ভারতকে হুমকি দিলেন ট্রাম্প
ফাইল ছবি

ভারত যদি যুক্তরাষ্ট্রের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি না করে তাহলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনন্দবাজার পত্রিকা জানায়, হাইড্রোক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়া চিকিৎসার ওষুধ। তবে অনেকে মনে করেন করোনাভাইরাস প্রতিরোধেও এটি কার্যকরী। ট্রাম্পও সেটি মনে করেন।

যদিও বৈজ্ঞানিকভাবে এটি এখনও প্রমাণিত না যে, হাইড্রোক্সিক্লোরোকুইন করোনার ওষুধ হিসেবে কার্যকরী।

এদিকে করোনাভাইরাসের চিকিৎসায় লাগতে পারে এমন কথা চিন্তা করে হাইড্রোক্সিক্লোরোকুইন দুই সপ্তাহ আগে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ভারত। এরপরই স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে এমন সিদ্ধান্তের জন্য নয়াদিল্লিকে কার্যত হুমকি দিলেন ট্রাম্প।

এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেন, তাহলে আমি অবাক হব। কারণ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি বন্ধ করা হলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
X
Fresh