• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগামী সপ্তাহ হবে আমেরিকানদের জন্য কঠিন ও দুঃখজনক সময়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০২০, ১৮:৪১
আগামী সপ্তাহ হবে আমেরিকানদের জন্য কঠিন ও দুঃখজনক সময়
ফাইল ছবি

আমেরিকার জনগণের জন্য আগামী সপ্তাহ হবে সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময়। মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস আমেরিকানদের সতর্ক করে এ বলেছেন।

রোববার মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অ্যাডামস আরও বলেন, আমেরিকার জনগণের জন্য হবে এই সপ্তাহটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময়। এ সপ্তাহ হবে মার্কিন জনগণের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আবারো মার্কিন জনগণকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এরইমধ্যে আমেরিকায় প্রায় ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

জেরোমি অ্যাডামস বলেন, আগামী একমাস যদি আমেরিকার জনগণ তাদের অংশের দায়িত্ব পালন করে তাহলে আমাদের সামনে আশা আছে এবং আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে আশার আলো দেখতে পাবো।

আমেরিকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে নেয়া দুর্বল ব্যবস্থার কারণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে সরকার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাসফরে আমেরিকা যাওয়ার সুযোগ, পাওয়া যাবে সাড়ে ৫ লাখ টাকা
করোনায় আরও একজনের মৃত্যু
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh