• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা মোকাবিলায় ডাক্তারি পেশায় ফিরলেন আইরিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৪:৪১
Irish PM re-registers as doctor to help tackle coronavirus
স্কাই নিউজ থেকে নেয়া

করোনাভাইরাস মহামারি সময় চিকিৎসকদের সহায়তা করতে আবারও চিকিৎসা সেবায় ফিরলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি ডাক্তার হিসেবে পুনরায় নিবন্ধন করেছেন এবং সপ্তাহে এক শিফট কাজ করবেন বলে জানিয়েছেন। খবর স্কাই নিউজের।

ভারাদকারের সাত বছরের ডাক্তারি করার অভিজ্ঞতা রয়েছে। রাজনীতিতে যোগ দেয়ার আগে তিনি সেন্ট জেমস হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার হিসেবে এবং ডাবলিনের কোনোলি হাসপাতালে কাজ করেছেন।

আয়ারল্যান্ডে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর মৃত্যু হয়েছে ১৫৮ জনের।

ভারাদকারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ‘তার আওতাধীন এলাকায় সপ্তাহে এক সেশন’ ডাক্তারি করার ব্যাপারে আয়ারল্যান্ডের হেলথ সার্ভিস এক্সিকিউটিভ (এইচএসই)-কে প্রস্তাব দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তার পরিবার ও বন্ধুদের মধ্যে অনেকই হেলথ সার্ভিসে কাজ করছে। তিনি ছোট পরিসরে হলেও সাহায্য করতে চাইছেন।

এর আগে আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস হেলথ সার্ভিসে লোক নিয়োগ দেয়া শুরু করেন। এরপরই ডাক্তার হিসেবে পুনরায় নিবন্ধন করেন ভারাদকার। অন্যান্য দেশের মতো আয়ারল্যাান্ডও করোনা মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য, ভারাদারকারে বাবা একজন ডাক্তার ও মা নার্স ছিলেন। তার স্ত্রী, দুই বোন এবং তাদের স্বামীও হেলথকেয়ারে কাজ করন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh