• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও মৃত্যু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ এপ্রিল ২০২০, ১৫:১৮
coronavirus
ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাস মোকাবিলার জন্য চলতি এবং আগামী সপ্তাহে কঠিন সময় পার করবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন এই দুই সপ্তাহে অনেক মানুষ মারা যাবে।

করোনা ইস্যুতে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে শনিবার ট্রাম্প এসব কথা বলেন।

ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে সেনা ও চিকিৎসা কর্মী মোতায়েন করার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, হাজার হাজার সেনা সদস্য, চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে। সামরিক বাহিনীকে শিগগির তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে।

দেশটিতে রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছেন সাড়ে ৮ হাজার জন।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

‘আমাদের সামনে এমন সময় আসছে যা খুব ভয়ঙ্কর হতে পারে। যুদ্ধ চলাকালে, দুটি বিশ্বযুদ্ধ চলাকালে অথবা অন্য কয়েকটি ঘটনায় সম্ভবত এ ধরনের মৃত্যুর সংখ্যা দেখলেও আর কখনও আমরা সম্ভবত দেখিনি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh