• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আয়ুর্বেদিক চিকিৎসায় করোনামুক্ত হয়েছেন প্রিন্স চার্লস, দাবি ভারতীয় মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১৭:০০
প্রিন্স চার্লস
সংগৃহীত

বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন। এমনই দাবি করেছেন ভারতের আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক। তার ভাষায়, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধে করোনাভাইরাস সেরে যায়।

ব্রিটিশ রাজপরিবার সূত্রে গত ২৫ মার্চ জানা যায়, প্রিন্স চার্লস করোনা আক্রান্ত। তিনি আইসোলেশনে থাকতে শুরু করেন।

গতকাল নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ুষ মন্ত্রী বলেন, বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক আমাকে ফোন করে জানিয়েছেন, তিনি প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে দেয়া হয়েছিল প্রিন্স চার্লসকে। সেই ওষুধেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ কীভাবে করোনাভাইরাসের মতো রোগ সারিয়ে দেয়, এটা তারই একটি উদাহরণ।

আয়ুষ মন্ত্রী আরও বলেছেন, আমরা বলছি না বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করার আগেই করোনা আক্রান্তদের এই ওষুধ দেয়া হোক। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতেই পারেন। আমরা এই ওষুধকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। এই ওষুধের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকেই সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন। করোনাভাইরাসকে দূর করার জন্য সব ধরনের চেষ্টা করতে হবে। আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh