• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাত মাসের বেতন দান করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৩:১৬
রেচেপ তায়েপ এরদোয়ান
আরব নিউজ থেকে নেয়া

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি তহবিল গঠন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। নিজের সাত মাসের বেতন দান করার মধ্য দিয়ে ‘ন্যাশনাল সলিডারিটি ক্যাম্পেইন’ নামে ওই তহবিলের কার্যক্রম শুরু করেছেন তিনি।

দেশটির নিম্নআয়ের ও দুস্থ মানুষকে সাহায্যের জন্য এই তহবিল গঠন করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এরদোয়ান এই তহবিল গঠনের ঘোষণা দেন।

এরদোয়ান বলেন, নিজের সাত মাসের বেতনের অর্থ দিয়ে আজ আম এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইনে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ৫২ লাখ লিরার বেশি অনুদান দিয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে নেয়া কার্যক্রমে যে নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভুগছেন তাদের সাহায্য-সহযোগিতার জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের বিদ্যমান হাসপাতালগুলো আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই বছর শেষ হওয়ার আগে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা।

তুরস্কে এখন পর্যন্ত ১০ হাজার ৮২৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এদের মধ্যে মারা গেছেন ১৬৮ জন। সুস্থ হয়েছেন ১৬২ জন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh