• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনাভাইরাস: সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ২৩:৪৬
করোনাভাইরাস: সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়ালো
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৪০ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনাভাইরাসের কারণে হওয়া কোভিড-19 রোগ শনাক্ত হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৩১৪ জনের মধ্যে। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত ৪০ হাজার ৭৩৫ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৭৪ হাজার ৩৫৯ জন।

করোনায় আক্রান্তের সংখ্যায় সবার ওপর ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এপর্যন্ত প্রায় পৌনে দুই লাখ মানুষের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩ হাজার ৪২৪ জন। সেখানে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৮৩ জন।