• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে করোনায় মৃতদের ৮৫ ভাগেরই বয়স ৭০ বছরের বেশি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ১৯:৫৪
Italy coronavirus victims are 85 of aged above 70
সংগৃহীত

ইতালি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর খুব দ্রুত এটি দেশটিতে ছড়িয়ে পড়ে। দেশটিতে মৃত্যু হওয়া ব্যক্তিদের বয়স নিয়ে এক বিশ্লেষণে দেখা গেছে, তাদের অধিকাংশ বয়োবৃদ্ধ। ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮৫ ভাগ ব্যক্তির বয়স ৭০ বছর বা তার চেয়ে বেশি।

ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের তথ্যানুসারে, দেশটিতে যারা মারা গেছেন তাদের ৮৫ দশমিক ৬ শতাংশের বয়স ৭০ বছরের বেশি। আর দেশটির ২৩ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৬৫ বছরের ওপরে। ফলে জাপানের পর বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের দেশ হচ্ছে ইতালি।

এদিকে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট আরও জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ শতাংশ মানুষ আগে থেকেই নানা রোগে ভুগছিলেন। তাই স্বাভাবিকভাবেই দেশটিতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত এক লাখ দুই হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানর লোম্বার্দিতে এখন পর্যন্ত ৪২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। লোম্বার্দির পার্শ্ববর্তী অঞ্চল এমিলিয়া রোমাগনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
করোনায় আরও একজনের মৃত্যু
চমক রেখে দল ঘোষণা ইতালির
X
Fresh