• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

২ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্য ঝুঁকিতে: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০২০, ১২:৫৬
২ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্য ঝুঁকিতে: বিশ্বব্যাংক

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারিতে বিপর্যস্ত পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুই কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্রের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত বিশ্ব পরিস্থিতিতে সবাইকেই কোনো না কোনো অর্থনৈতিক ভোগান্তিতে পড়তে হবে। বিশেষত শিল্প কারখানার সঙ্গে সংশ্লিষ্ট জীবনযাত্রা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। থাইল্যান্ডসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর পর্যটন ব্যবসা ভেঙে পড়বে। ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোর প্রক্রিয়াজাতকরণ ব্যবসাও হুমকির মুখে পড়বে।

দৈনিক ব্যয়ক্ষমতা সাড়ে পাঁচ ডলার বা তার নিচে অবস্থান করলে তাকে দরিদ্রদশা হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক বলেছে, ৩ কোটি ৫০ লাখ মানুষ থাকবে দরিদ্র। তার মধ্যে চীনেরই থাকবে ২ কোটি ৫০ লাখ মানুষ। অন্যদিকে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ২.১ ভাগ নেমে আসবে।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা  
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
X
Fresh